আগামীকাল ২৩ শে জানুয়ারী, কোচবিহারে রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বসুর কর্মসূচ
আগামীকাল ২৩ শে জানুয়ারী, কোচবিহারে রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বসুর কর্মসূচি:
সকাল ৭:৩০ টায় চা – চক্র
স্থান – ঘুঘুমারী।
সকাল ৯:০০ টায় জেলা বিজেপি কার্যালয়ে পতাকা উত্তোলন ও নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন।
দুপুর ১২ টায় বস্ত্র বিতরণ:
কোচবিহার শহর উত্তর মন্ডল, পাওয়ার হাউজ চৌপথী।
দুপুর ১ টায় কৃষি বিলের সমর্থনে মুষ্টিভিক্ষা ও কৃষকদের সঙ্গে সহভোজ: সিতাই বিধানসভা কেন্দ্রের (২৪এ মন্ডল) বড় আটিয়াবাড়ীতে।
বেলা ২ টায় বস্ত্র বিতরণ: সিতাই বিধানসভা কেন্দ্রের ২২ নং জেলা পরিষদ মণ্ডলে।
বিকাল ৩ টায় কৃষক সুরক্ষা অভিযান মিছিল ও জনসভা: মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের লতাপাতা অঞ্চলে।